অবতক খবর,১ এপ্রিল: আজ থেকে রাজ্যের মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় কিন্তু দেখা গেল হালিশহর বোলদেঘাটার মূল রেশন অফিসটিই বন্ধ। উল্লেখ্য যে, গোটা বীজপুর অঞ্চলের যাবতীয় রেশন কার্ডের কাজ এই রেশন অফিস থেকেই হয়।

যার ফলে সাধারণ মানুষের কাছ থেকে একটা অভিযোগ আসছিল যে,অফিসের ভেতর কর্মী থাকা সত্ত্বেও তারা কাজ করছিলেন না এবং অফিস বন্ধ করে রেখেছিলেন। এও অভিযোগ ছিল যে,রেশন কার্ডের যাবতীয় কাজ হালিশহর পৌরসভায় হচ্ছে বলে তারা প্রায় ১৫০ জন মানুষকে পৌরসভায় পাঠিয়ে দেয়।

অন্যদিকে এই অভিযোগ কানে যায় হালিশহরের যুব নেতা শুভঙ্কর ঘোষ (সোনাই)-এর। তৎক্ষণাৎ তিনি রেশন অফিসে যান এবং অফিস খুলতে বলেন। এরপর সেখানে আসে বীজপুর থানার পুলিশ। তারা আসতেই রেশন অফিসের কর্মচারীরা অফিসের কাজ শুরু করে দেন।