অবতক খবর,৩ আগস্ট: পাইকারি মৎস্য ব্যবসায়ী সমিতি ও তেতুলতলা বাজার সবজি ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে তেলমারিপাড়া এলাকায় বাঁকার জলে জলমগ্ন হওয়া পরিবারদের গত চারদিন ধরে দুপুরে রান্না করা খাবার খাওয়ানো হচ্ছে।

প্রথমদিন খিচুরি, দ্বিতীয় দিন মাছ, এবং তৃতীয় দিন ডিম এরকম ধরনের চারদিনব্যাপী প্রায় প্রতিদিন ২০০ জন মানুষদের এই রান্না করা খাবার খাওয়ানো হয়।

এই দুই সংগঠনের পক্ষ থেকে এটাও জানানো হয়,এই জলমগ্ন হওয়া অবস্থায় বাড়িতে যা যা ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে বাচ্চাদের বিছানা এবং জামাকাপড়, খাতা বই ইত্যাদি সেইসব জিনিস তারা পরবর্তীকালে দেবেন বলে জানিয়েছেন তেতুলতলা বাজার মৎস ও সবজি বাজার সমিতির সদস্যরা। জল কমে যাওয়ার ফলেও বাড়ির নানান রকম সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধান করা হবে এই দুই সংগঠনের পক্ষ থেকে।
তেতুলতলা বাজার সমিতির কাছে আবেদন রেখেছিলেন তেলিপাড়ায় এলাকার মানুষজন, তাদের কথা চিন্তা ভাবনা করে এই উদ্যোগে নেয়া হল,বলে জানান তারা।