অবতক খবর, কলকাতাঃ  সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দ্যেশে তীব্র আক্রমণ করতে গিয়ে বলেছেন, কেউ  ১৯৪৭ সালের ভারত স্বাধীন হওয়ার সময় ভারতে এসেছেন অথবা ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় ভারতে এসেছেন । সেই সময় তাদের কাছে হয়তো কোন নথি ছিল না। এই ইস্যুতে অমিত শাহকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেছেন, ভারতে বিদ্বেষ সৃষ্টি করতে কখনোই দেবেন না।

মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, অমিত শাহর নির্দেশে দেশে প্রচুর মানুষ মারা গেছে যারা সিএ নিয়ে আন্দোলন করেছে তাদের মধ্যে ৭০০ জন নিখোঁজ এবং প্রায় ৫০ জন মারা গেছেন। আরটিআই প্রকাশিত রিপোর্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন  বলেন, যদি দেখাতে হয় তাহলে মোদি সেই নথি দেখানো থেকে কেন বাদ যাবেন। প্রসঙ্গত কিছুদিন আগে আরটিআই একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে বিজেপির তরফ থেকে বলা হয়, জন্মসূত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশেরই নাগরিক, তাকে কোন নথিপত্র দেখানোর প্রয়োজন নেই।