অবতক খবর,২৭ ফেব্রুয়ারিঃ শুক্রবার গভীর রাতে উড়িষ্যায় পথদুর্ঘটনা নিহত হন মাটিয়ার নেহালপুর এলাকার সাত শ্রমিকের। ১৬ নম্বর জাতীয় সড়কের ধর্মশালা থানার চন্ডিপুর এলাকায় মৃত্যু হয় তাদের। সেখানে মৃতদেহ ময়নাতদন্ত করার পর তুলে দেওয়া হয় পরিবারের লোকেদের হাতে। পরিবারের লোকেরা আজ রবিবার ওই সাত জনের মৃত শ্রমিকের দেহ নিয়ে আসে নেহালপুর এলাকায়। তারপর সেখান থেকে ধর্মীয় রীতিনীতি মেনে কবরস্থ করা হয় ৭ মৃতদেহকে।

এদিন এই মৃত শ্রমিকদের প্রতি শেষকৃত্য জানাতে নেহালপুরে আসেন পশ্চিমবঙ্গ রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দক্ষিণ বঙ্গীয় রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি সরোজ ব্যানার্জি , বসিরহাট পুলিশ জেলার এসপি যবি থমাস, বসিরহাট মহাকুমা আধিকারিক মৌসম মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক প্রীতি গোয়েল,মৃত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। প্রতিটি মৃত পরিবারের সদস্যদের হাতে সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয় দুই লক্ষ টাকার চেক। দলীয়ভাবে তুলে দেওয়া হয় নগদ ১০ হাজার টাকা সহ বেশ কিছু খাদ্য সামগ্রী ।