অবতক খবর,২৭ ফেব্রুয়ারিঃ চুঁচুড়া বিধানসভার রাজহাট পঞ্চায়েতে আজ ‘অঞ্চলে একদিন’ কর্মসূচীতে যোগ দিতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।ধুলিয়ারা গ্রামে একটি মন্দিরে পুজো দিয়ে এলাকায় জনসংযোগ করেন তিনি।সেখানে দলের কর্মিদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে।তৃণমূল কর্মিদের মধ্যে বচসা থেকে ধাক্কা ধাক্কি শুরু হয়।কর্মিদের একাংশ কিছু অভিযোগ বিধায়ককে জানাতে গেলে বিধায়ক তাদের কথা না শুনেই চলে যান বলে অভিযোগ।পরে রাজহাট পঞ্চায়েতের সামনে এলে বিধায়ককে ঘিরে শুরু হয় বিক্ষোভ।

দলের কর্মসূচী থেকে পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনে পুরোনো কর্মিদের পাত্তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ কর্মিদের।বিধায়ক বিজেপি থেকে আসা লোকদের নিয়ে নিজের ইচ্ছে মত কাজ করছেন বলেও অভিযোগ।রাজহাট পঞ্চায়েতের উপ প্রধান সাহাদাত আলি,কালো রহমান সহ তৃণমূলের অনেক পুরোনো কর্মিকে দেখা যায় ঘটনাস্থলে উপস্থিত থাকতে।

কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন,ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে।অবিভক্ত কংগ্রেসে ছিল তৃনমূল কংগ্রেসেও আছে।টিকিট চাইতেই পারে কর্মিরা।তবে শেষ পর্যন্ত যে টিকিট পাবে তার হয়েই সবাই নেমে পড়বে।

তবে কর্মিরা প্রশ্ন তুলছেন প্রার্থী নির্বাচন নিয়েই।তারা বলছেন এই ভাবে প্রার্থী করা হলে মানব না।

বিজেপি হুগলি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন আগে সাধারণ মানুষ ঘেরাও করতো,এখন দলের লোকেরাই ঘেরাও করছে।তার মানে একটা শ্রেণী আছে যারা বিধায়ককে টাকা দেয়,জায়গা জমি দেয়,তাদের সঙ্গে বিধায়ক আছে।আর যারা দল করে তাদের পাশে বিধায়ক দাঁড়াচ্ছেনা,যার বহিরপ্রকাশ রাজহাট পঞ্চায়েতে ঘটেছে।।