অবতক খবর,২৩ মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে বহরমপুর থানা প্রাঙ্গণে আজ তেইশে মে শুরু হয়েছে উৎসর্গ রক্তদান উৎসব। এই রক্তদান উৎসবে উপস্থিত হয়েছেন মাননীয় জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার সহকারি পুলিশ সুপার এবং ট্রাফিক সুপার ও অন্যান্য আধিকারিক ও পুলিশ সিভিক গান।

মাননীয় পুলিশ সুপার কেশরী রাজকুমার তিনি বলেন, মুর্শিদাবাদ জেলায় 23 টি থানা , আমরা প্রতি বছর এই সময় পুলিশের পক্ষ থেকে প্রতি থানায় রক্তদান শিবিরের আয়োজন করি এবং এই রক্ত মুমূর্ষ রোগী দের রক্তের প্রয়োজনে যাতে তারা রক্ত পায় তার জন্য এ বছরও আমরা তেইশটি থানা এই রক্তদান উৎসব করব বলে তিনি বলেন। এর মধ্যে সাতটি থানায় রক্তদান উৎসব হয়ে গিয়েছে তার থেকে আমরা ৬০৮ ইউনিট রক্ত ব্লাড ব্যাংকে দিয়েছি বলে জানালেন জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার।

তিনি বলেন বহরমপুর পুলিশ থানায় আজ যে রক্তদান উৎসব শুরু হয়েছে এখানেও পুলিশ আধিকারিক পুলিশ এবং সিভিক সহ মহিলা পুলিশ ও এই রক্তদান উৎসবের রক্ত দেয়ার জন্য হাজির হয়েছে। আমরা আশা করব আজ এখানেও একশোর বেশি মানুষ রক্ত দান করবে।