অবতক খবর,২৩ মে: জাপানের মাটিতে পা দিলেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদীকে জার্মানির প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়েছিলেন, ‘টু জিরো টু ফোর- নরেন্দ্র মোদি ওয়ান্স মোর৷’ সেদেশের প্রবাসী ভারতীয়দের বিপুল অভ্যর্থনা পেলেন নরেন্দ্র মোদি ৷ জাপানে ‘ভারত মাতা কা শের’ স্লোগান দিয়ে স্বাগত জানানো হল প্রধানমন্ত্রীকে৷ আরো শোনা গেলো জয় শ্রীরাম স্লোগানও৷

তাঁকে স্বাগত জানাতে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় স্বাগতম লেখা প্ল্যাকার্ড নিয়ে বিমানবন্দরে ভিড় করেছিলেন প্রবাসী ভারতীয়রা৷ তার মধ্যে ছিল বাংলাও, বাংলা ভাষায় স্বাগতম লেখা প্ল্যাকার্ড ৷

কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু’ দিনের সফরে জাপান গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই সফরের মাঝেই তাঁর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনেরেও সাক্ষাৎ হওয়ার কথা৷ পাশাপাশি এই সফরে ভারতে বিনিয়োগ টানতেও উদ্যোগী হবেন প্রধানমন্ত্রী৷ সুজুকি, সফটব্যাঙ্কের মতো বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর৷

তাঁকে দেখতে বিমানবন্দরে শিশুদের উপস্থিত চোখে পড়ার মতো ছিল। তাঁকে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে দেখা যায়।একটি জাপানি সংবাদপত্রে দু’ দেশের সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখাও প্রকাশিত হয়েছে৷ সেখানে মোদি লিখেছেন, ‘আমাদের সম্পর্ক শান্তি, স্থায়িত্ব এবং সমৃদ্ধির লক্ষ্যে৷ এই বিশেষ বন্ধুত্ব ৭০ বছর পূরণ করল৷’