অবতক খবর,২২ ডিসেম্বরঃ রাজ্যজুড়ে আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে আজ মুর্শিদাবাদের রাণীনগর টু বিডি অফিসে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ছিল। আর সেই ডেপুটেশন দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে মার খেলো বিজেপি সমর্থকরা। আবাস যোজনা সহ পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দেওয়ার জন্য রানীনগর টু বিডি অফিসে যাওয়ার সময় বিজেপি নেতৃত্বকে বাধা দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আর তখনই শুরু হয় বচসা তারপর হাতাহাতি। বিজেপি নেত্রী অনামিকা ঘোষের দাবি তৃণমূলের রানীনগর টু ব্লক সভাপতি শাহ আলম সরকার দাঁড়িয়ে থেকে এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনায় বিজেপি মন্ডল সভাপতি আসিফ ইকবালকে বেধরক মারধর করা হয় বলে দাবি। তিনি এও বলেন এই ঘটনায় পুলিশ এবং সাহালাম সরকার দুজনেরই মদত আছে । কারণ ডেপুটেশন দেওয়ার কথা পুলিশ এবং ভিডিওকে আগেই জানানো ছিল কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

রানীনগর থানার ওসি কে জেলা পার্টি অফিস থেকে ফোন করার পর তৎক্ষণাৎ ছুটে যায় পুলিশ তারপর দুজনকে গ্রেফতার করেছে কিন্তু চুনোপুটি ধরে কি হবে? রাঘব বোয়ালদের ধরতে হবে তবেই রানীনগর ২ ব্লকের সাধারণ মানুষরা শান্তিতে থাকতে পারবে। তিনি আরো জানান এই বিষয়ে তারা রাণীনগর থানায় এফআইআর দায়ের করবে এবং তারপর ভিডিও অফিসে আবারো ডেপুটেশন দিতে যাবে। তাতে যদি তার উপর আবারো অ্যাটাক হয় বা তাকে মেরে ফেলা হয়। তাতেও তার কোন ভয় নেই। কিন্তু এই বিষয় নিয়ে রানীনগর টু তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি শাহ আলম সরকারকে জানতে চাইলে তিনি সম্পূর্ণ ভাবে বিজেপির অভিযোগ উড়িয়ে দেয়।