অবতক খবর,২২ ডিসেম্বরঃ নৈহাটি বিআরএস স্পোর্টিং ক্লাব আয়োজিত সারা বাংলা ১১৫ পয়েন্টের আমন্ত্রণ মূলক ১৬ টিমের নক আউট ফুটবল প্রতিযোগিতা খেলার আয়োজন করা হয়েছে। যার আগামী বাইশে জানুয়ারি ২০২৩ রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে চলেছে। আজ প্রথম সেমিফাইনাল খেলায় কলকাতার বেলেঘাটা বলাকা সংঘের সঙ্গে পান্ডুয়ার মিলন সংঘের খেলা অনুষ্ঠিত হয়। দুই দলেরই অধিনায়কের মুখে খেলায় জেতার আশ্বাস বানি শোনা গেল। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে খেলার উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়। এই খেলার আয়োজনের মূল উদ্দেশ্য হলো যাতে আগামী দিনে এইসব খেলোয়াড়রা বড় জায়গার চান্স পায়।