অবতক খবর,২২ ডিসেম্বরঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। দুজনের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বড়দিনও ইংরেজি নতুন বছরের আগে রাজ্যপাল কে শুভেচ্ছা জানাতেই তিনি এসেছিলেন। নতুন রাজ্যপালের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর কথা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। এর আগে বিধানসভায় পাশ হওয়া বিভিন্ন বিল রাজভবনে আটকে থাকার মত ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যপাল অত্যন্ত ভদ্র মানুষ। এধরণের আর কোনও সমস্যা থাকবে না বলে তিনি আশা করেন।