অবতক খবর,১৯ জানুয়ারিঃ আবাস যোজনার তালিকায় সিভিক ভলেন্টিয়ার অভিজিৎ পান্ডের নাম। কেন্দ্রীয় প্রতিনিধি দল কথা বললেন অভিজিৎ পান্ডের পরিবারের লোকেদের সাথে। যদিও মালদহের জেলাশাসকের দাবি ডিসেম্বর মাসেই তার নাম বাতিল করে দেওয়া হয়েছে।মালদহ কালিয়াচক তিন নম্বর ব্লকের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামের ঘটনা।

তৃতীয় দিনে মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লকে কেন্দ্রীয় প্রতিনিধী দল।এদিন কালিয়াচক বিডিও অফিসে বেশ কিছুক্ষন বৈঠক করন। এরপর গ্রামের উদ্দ্যেশে রওনা দিয়েছে।সঙ্গে রয়েছে দুই সদস্যর প্রতিনিধি ,অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ জামিল ফতেমা জেবা।

ঝা চকচকে পেল্লায় বাড়ি। পেশায় রেশন ডিলার। কালিয়াচক তিন নম্বর ব্লকের চোরি অনন্তপুর গ্রামে যদু নন্দন দাস নামে ওই রেশন ডিলার এর নাম আবাস যোজনার তালিকায়। তবে ওই রেশন ডিলারের দাবি তিনি কখনো আবাস যোজনার জন্য আবেদন করেননি। মালদার জেলাশাসক জানিয়েছেন বাড়ি পাবার যোগ্য নয় এমন 11 জনের নাম বাতিল করা হয়েছে, গত বছর ডিসেম্বর মাসে।

উল্লেখ্য গত ৫ জানুয়ারী কেন্দ্রীয় প্রতিনিধিদল এই এলাকায় পরিদর্শন করেন।