অবতক খবর,১০ অক্টোবর: মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এক রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ শিবিরের আয়োজন করা হয়!সামনে দুর্গা পুজো এই পুজো কে সামনে রেখে দেড়শ জন দুঃস্থ মানুষদের বস্ত্র দেওয়া হয়! শুধু বস্ত্রনয় এই দিন এক ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়! যেখানে দেখা যাচ্ছে ব্লাডের সংকট এই সংকটকে মাথায় রেখে 50 জন রক্তদাতা রক্ত দেন! এই রক্ত তুলে দেয়া হয় ক্যাম্রি ব্লাড ব্যাংকের হাতে! এদিন রক্তদান শিবিরে বর্ধমান প্রশাসক মন্ডলী ও সমাজসেবী দের ফুলের স্তবক উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেয়া হয়!এই মঞ্চ থেকে বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হক জানান মানুষ মানুষের জন্য যে সমস্ত কর্মকাণ্ড উদ্যোগ নেয় খুবই ভালো উদ্যোগ এবং আজ যে রক্তদান শিবির ও বস্ত্র বিতরনের উদ্যোগ নিয়েছেন সাধুবাদ জানান সহ প্রশাসক!তিনি আরো জানান সামনে দুর্গা পুজো সকল মানুষকে আবেদন জানান মাক্স স্যানিটাইজার ব্যবহার করতে! এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে!তিনি বলেন করো না চলে যাইনি নিজেদের সচেতন হতে বলেন সহ প্রশাসক আইনুল হক! উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জী সহ প্রশাসক আইনুল হক বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত ও ডিএসপি সমরেশ ঘোষ ও মানুষ মানুষের জন্য সভাপতি শেখ পিন্টু।