অবতক খবর,১২ জুন: মানুষের পর এবার গরুর গর্ভেও জন্ম নিল তিনটি শাবক। গতকালকেই ওই তিনটি শাবক জন্ম নেয় নদীয়া চাকদহ থানা এলাকার তাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন জগদীশপুর গ্রামে। মা এবং শাবক সকলেই সুস্থ রয়েছে।

চিকিৎসক সর্বক্ষণের পাহারায় রেখেছেন শাবকদের। মঙ্গলা মজুমদার নামে জগদীশপুর গ্রামের বাসিন্দা তার বাড়িতেই এই তিনটি শাবক জন্ম নেয়।

প্রাণী বন্ধু অভিজিৎ মন্ডল তিনি জানান, এটি একটি বিরল ঘটনা। এর আগে কোথাও জন্মেছে বলে তার জানা নেই। মা গোরুটি এখনো সুস্থ এবং স্বাভাবিক রয়েছে।

আগে মানুষের তিনটি বাচ্চা জন্মানোর কথা শোনা গেলেও গরুর তিনটি শাবক জন্মানো কথা আগে কখনো শোনা যায়নি। ওই তিনটি শাবক গুলির মধ্যে দুটি মেয়ে এবং একটি ছেলে। তিনটি শাবক জন্মানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জগদীশপুর গ্রামে।