অবতক খবর :: রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এর উদ্যোগে হালিশহর ও কাঁচরাপাড়ার বিভিন্ন স্কুল পরিদর্শন করলেন তিনি এবং ছাত্র পরিষদের বিভিন্ন সদস্যরা। তারা হালিশহরের বিভিন্ন স্কুলে যান এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। কিভাবে তারা ভবিষ্যতে এগিয়ে যাবে এবং ভবিষ্যতে কি নিয়ে অর্থাৎ কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে তারা জীবনে সফলতা অর্জন করবে এই বিষয় নিয়েও তারা একটি আলোচনা সভার আয়োজন করেন।

তারা আরো জানান ছাত্র-ছাত্রীদের ছাত্র-ছাত্রীরা যেই বিষয় নিয়ে পড়বে সেটা তাদের উপর ছেড়ে দেওয়া উচিত।কোন সাবজেক্ট নিয়ে পড়বে এই বিষয়ে তাদের ওপর কোনো চাপ সৃষ্টি করা উচিত নয়।তাহলে ছাত্র ছাত্রীদের মানসিক দিক দিয়ে চাপ সৃষ্টি হয় ।

মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে জল এবং মিষ্টি খাওয়ানো হয়। তৃণমূল ছাত্র পরিষদ ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের জন্য আরও জনমুখী কাজ করবেন বলে তারা আশ্বাস দেন।