হক জাফর ইমাম, অবতক খবর :: মালদা: রবিবার গভীর রাতে অকাল বর্ষণে খুশির হাওয়া মালদা জেলার আম ব্যবসায়ীদের মধ্যে। এই অকাল বৃষ্টির জেরে আশায় বুক বাঁধতে শুরু করেছেন মালদা জেলার আম চাষী এবং ব্যবসায়ীরা।বরাবরই আমের জন্য বিখ্যাত মালদা জেলা। কমবেশি মালদা জেলায় ১৫ টি ব্লকেই চাষ হয় আম। জেলার ফজলি, ল্যাংড়া, দুধকুমার সহ বিভিন্ন প্রজাতির আমের জগদ্বিখ্যাত নাম রয়েছে। মালদা জেলার আম এই দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে।

এবছর আমের মুকুল ভালো হওয়ায় ব্যাপক ফলনের আশায় জেলার আম চাষি এবং ব্যবসায়ীরা। তার ওপরে রবিবার গভীর রাতে অকাল বর্ষণের জেরে আমের আরো ভালো ফলন হবে বলে আশা প্রকাশ করেছেন জেলার আম ব্যবসায়ীরা।

এই বিষয়ে আম রপ্তানিকারক উজ্জল সাহা জানান,মালদা একমাত্র আমের জন্য বিখ্যাত। রবিবার রাত্রে অকাল বৃষ্টিতে আম চাষী থেকে ব্যবসায়ীদের লাভই হয়েছে। কারন এখন প্রত্যেকটি আম গাছে মুকুল ফুটতে শুরু করেছে।