অবতক খবর,২৩ ফেব্রুয়ারি: কাঁচরাপাড়া কবিগুরু রবীন্দ্র পথে ঠাকুরদাস লক্ষ্মীবালা দাস চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে মহা শিবরাত্রি পালন করা হয় এবং এই উৎসবের মাধ্যমে জনসংযোগ করার জন্য প্রতিবছরই শিবরাত্রির মহাপ্রসাদ বিতরণ করা হয়। এবারও সন্ধ্যায় প্রায় দু হাজার মানুষকে এই প্রসাদ বিতরণ করা হয়। ‌প্রসাদের মধ্যে ছিল পোলাও,তরকারি।

এর অন্যতম উদ্যোক্তা শান্তি রঞ্জন দাস জানান, মহা শিব ব্রত একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান। ‌ পশ্চিমবঙ্গবাসী সমস্ত মানুষই এই উৎসব পালন করে থাকেন। শিব শান্তির প্রতীক,এই কারণে প্রতি বছরই আমার যে শিবমন্দির রয়েছে সেই মন্দিরে আমি এই মহাশিব রাত্রি ব্রত পালন করি এবং তাকে কেন্দ্র করে মানুষের কাছাকাছি থাকার জন্য প্রতিবছরই এইভাবে প্রসাদ বিতরণ করি। এই প্রসাদ বিতরণে মানুষের পাশে এসে তাদের সহযোগিতা করেন ১ নং ইউনিট ব্যবসায়ী সমিতির বেশ কিছু সদস্য। শান্তিরঞ্জন বাবু তাঁর পাশে দাঁড়ানোর জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।