নিজস্ব সংবাদদাতা : অবতক খবর : পূর্ব বর্ধমান :     পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রামের সতীপীঠ অট্টহাস আজ আর শুধু একটি ধর্মক্ষেত্রই নয়। বর্তমানে এটি একটি মানুষজনের সেবা প্রদানের বড়ো একটি মাধ্যম হয়ে উঠেছে এই অট্টহাস মহাপীঠ। মহাতীর্থ অট্টহাস সতীপীঠ উন্নয়ন সমিতির ঐকান্তিক প্রচেষ্টায় এবং একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় চালু হলো একটি অ্যাম্বুল্যান্স পরিষেবার।

সতীপীঠ অট্টহাসের ৭১তম বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল এই অ্যাম্বুল্যান্স পরিষেবা উদ্বোধনের অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে সতীপীঠ অট্টহাসের মহারাজ শ্রী মহেন্দ্র শঙ্কর গিরির হাতে অ্যাম্বুল্যান্সের চাবি তুলে দেন স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার বেঙ্গল সার্কেলের জেনারেল ম্যানেজার শ্রী অশোক কুমার মহাকুল। এরফলে এই অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রদানের মাধ্যমে উপকৃত হবেন এলাকার বহু মানুষজনই। এভাবে বছরের প্রতিদিনই কোনো না কোনো সমাজ কল্যাণ মূলক কাজের মাধ্যমে সবসময় মানব সেবায় ব্রতী হয়ে রয়েছে এই মহাতীর্থ অট্টহাস সতীপীঠ উন্নয়ন সমিতি।