বসন্ত এসে গেছে। যুবকটি মরে গেল। নবান্ন অভিযানে লাঠিচার্জে জখম হয়েছিল।

মরে গেলো
তমাল সাহা

অনেকে বড় করে বলবে…
খুন হলো, শহিদ হলো।
বাতাস আমায় বলল, সহজ করে বলো
একজন লড়াকু যুবক চলে গেল।
বাতাস তারপর বলল, একটু বিশদে লেখো
মৃত্যুর আগে যুবকটি কি কি দেখেছিল…
রাষ্ট্রীয় সন্ত্রাস দেখেছিল
নিজের চোখে দেখেছিল
পুলিশের লাঠিচার্জ
টিয়ার গ্যাসের শেল ফাটানো
জল কামানের তীব্র জলপ্রবাহ।

যুবকটি লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান
তিনটিরই শিকার হয়েছিল
যুবকটি মৃত্যুর আগে সহযোদ্ধাদের লড়াইও দেখেছিল
দেখেছিল আরও রক্তপাত
তার মানে
মৃত্যুর অভিজ্ঞতা নিয়ে যুবকটি মরে গেল
আর বুঝলো লাল ঝান্ডা হবে
আরও গাঢ়তর দুরন্ত লাল।

বাতাস বলল,
মনসুর মানে জানো?- বিজয়ী
আর ফরিদ মানে জানো?- অনন্য
বাতাস বলল, পৃথিবীর যাবতীয় সবকিছু
এমনকি মৃত্যুও মানুষের জন্য।

বসন্ত এসে গেছে…
বাগানে একটি রক্তিম পলাশ
রক্তমাখা লাশ হয়ে ঝরে পড়লো।