অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- গোটা রাজ্য জুড়ে ডিওয়াইএফআই ও এসএফআইয়ের ডাকে থানা ঘেরাও এর দাগ দেওয়া হয়েছে।

কমরেড মইদুল ইসলাম মিদ্দা নিহত হয়েছেন গত ১১ তারিখ বাম ছাত্র সংগঠন নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাতে প্রাণ হারান মইদুল ইসলাম। ছাত্র সংগঠনের দাবি নবান্ন অভিযানে পুলিশের লক্ষ্য ছিল কর্মীদের খুন করা।

জালিওয়ালাবাগ এ যে ঘটনা ঘটেছিল , পুলিশ এখানে সেই ঘটনা ঘটেছে বলে তাদের দাবি কর্মী-সমর্থকরা ব্যারিকেড ভেঙে সরে না আসলে পুলিশের আক্রমণ থেকে তারা বাঁচতে পারতো না।

ব্যারিকেড ভেঙে না সরলে অনেকের লাশ পড়ে থাকতো। রাজ্য সরকারের নির্দেশেই এই ভূমিকা পালন করেছে পুলিশ , কমরেড দের খুন করেছে। ছাত্র সংগঠন শিক্ষা ও কাজের দাবি নিয়ে আন্দোলন করছিল কিন্তু পুলিশের বর্বরোচিত অত্যাচার সহ্য করে প্রাণ গেল।

তাদের দাবি মমতা ব্যানার্জিকে এই দায় নিতে হবে ,আগুন নেভার আগে জ্বলে ওঠে মমতা ব্যানার্জি সরকার তাই নিভে যাওয়ার আগেই জ্বলে ওঠার চেষ্টা করছে বলে তারা মনে করেন।

ছাত্রদের ওপর কুকুরকে যেভাবে আঘাত করে সেই ভাবে আঘাত করে মারা হয়েছে। এর ব্যবস্থা না হলে বাংলায় আগুন জ্বলবে ফলে তারা জানান।