অবতক খবর,২৯ নভেম্বর : কেন্দ্রের জনবিরোধী নীতি, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিকালে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সাতগেছিয়ায়। মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আয়োজিত, সাতগেছিয়া চৌমাথায় অনুষ্ঠিত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, জেলা শ্রমিক সংগঠনের সভাপতি মহম্মদ সেলিম, জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার সহ মেমারিদুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, মহিলা নেত্রী মুকুল সাহা, ও আঞ্চলিক নেতৃত্বসহ কর্মী সমর্থকগণ।
কেন্দ্রের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ সভায় মন্ত্রীসহ নেতৃত্ব বিন্ধরাও কেন্দ্র সরকারের সমালোচনা করে, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও জেলার তৃণমূল নেতৃত্ববিন্ধো বলেন দলকে শক্তিশালী করতে গেলে সবাইকে এক হয়ে লড়তে হবে। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী পঞ্চায়েত ভোটে টিকিট দেয়ার ব্যাপারে বলেন, ব্লক সভাপতি টিকিট দেবে না আমিও দোবো না টিকিট দেবেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব মমতা ব্যানার্জি। দলের ও জনসাধারণের পাশে থেকে যারা ভালো কাজ করবেন তারাই পঞ্চায়েত ভোটে দলের টিকিট পাবেন।