অবতক খবর: পঞ্চায়েত নির্বাচনে হিংসার অভিযোগে সরব রাজ্যের বিরোধীরা। এবার ওই সুরেই গলা মেলালেন কেন্দ্রীয় মন্ত্রী। শনিবার কলকাতায় পা রেখে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুললেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।শনিবার সকালে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে ভোট হিংসা নিয়ে মুখ খোলেন তিনি।

অনুরাগ ঠাকুর বলেন, “পঞ্চায়েত হিংসায় মোট ৫৭ জন খুন হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কর্মীরা গুন্ডামি করেছে। মমতার নেতৃত্বে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বাংলায়। রাজনৈতিক লাভের জন্য ৮-৯ বছর ধরে অপরাধীদের সংরক্ষণ করেছেন উনি। মানুষ তার জবাব ভোটের মাধ্যমে দিয়েছেন। বিজেপির আসন প্রায় দ্বিগুণ হয়েছে। এটা প্রমাণিত মমতার সময় ধীরে ধীরে ফুরিয়ে এসেছে।”

ইন্ডিয়া জোটের প্রতিনিধিদ্দ্র মণিপুর সফর নিয়ে অনুরাগ ঠাকুর খোঁচা মেরে বলেন,”রাজনৈতিক পর্যটনের এই পর্যটকরা কি বাংলা-রাজস্থানে গিয়ে মমতা-গেহলট সরকারের সুরক্ষায় নারীদের দুর্দশা দেখবেন, তাদের কষ্ট বুঝবেন, তাদের ব্যথা ভাগাভাগি করবেন?”সঙ্গে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রতিনিধি দলের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে ব বলেন,”মণিপুরে যাওয়া বিরোধী নেতাদের দল কি বাংলা-রাজস্থানের মেয়েদের দেখাশোনা করতে আসবে, তাদের ওপর অত্যাচারের প্রতিবেদন তৈরি করবে?”

মমতা বন্দ্যোপাধ্যায়ও এর আগে ভোট হিংসার কথা স্বীকার করেছেন। তবে তার দায় তিনি আবার পালটা বিরোধী বাম, বিজেপি ও কংগ্রেসের ওপরেই ঠেলে দেন। ভোট হিংসায় তৃণমূল কর্মীরাই সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন বলেও পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন। অনুরাগ ঠাকুরের বিস্ফোরক অভিযোগের প্রেক্ষিতে প্রায় একই সুর ঘাসফুল শিবিরের গলায়। পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবির ব্যর্থতা হিংসার কথা বলে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেই দাবি তৃণমূলের।