ভাঙো ঘেরাটোপ মঞ্চ। মুক্ত করো মঞ্চ ময়দানে। মানুষ জড়ো করো,নয়া অভিনয় হোক মুখোমুখি সামনে।

মঞ্চ
তমাল সাহা

নাটক একটা শিল্প—
নাটক দেখিয়েছে
অনেক কলা ও কৌশল
বিভিন্ন মুদ্রা, অঙ্গ-বিভঙ্গ বাহাদুরি
কন্ঠস্বরের ওঠা নামা
কী সে কারিগরি!

মঞ্চে অনেক কিছুই দেখানো যায়
সে তো ঘেরাটোপ, প্রসেনিয়াম,
কত লোক ধরে প্রেক্ষাগৃহে?
সুনাম তোমার খুব—
করতালি সেলাম।

মঞ্চে থিয়েটার হয়
হয় নাটক
তা তো মঞ্চেই থেকে যায়—
কোথায় সদর্থক?
প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে এলেই
সব হাওয়া উত্তেজনা।
ওই দেখো, নাট্যশিল্পী হেঁটে যায়
দেখলে তো কী তার মুন্সিয়ানা!

আরে! প্রসেনিয়াম ছাড়ো
অতি দ্রুত মানুষের হাত ধরো
নেমে এসো মুক্ত মঞ্চে ময়দানে
আসলি নাটক দেখাও জনগণে।

খতনা চেনো?
পরীক্ষা হবে তোমার
রোরখা খুলে দেখবে তোমার মুখ।
গোস্ত খাও নাকি, হিজাব পরো
দেশ জুড়ে এখন গেরুয়া অসুখ।

গরুর বাঁট টেনে
বার করে আনবে সোনা
গণেশের মাথায় প্লাস্টিক সার্জারি
ধর্মের নামে কী চাল চেলেছে জুয়াড়ি!
নয়া শকুনি দাঁড়িবান দেখাচ্ছে কারিগরি।

অশোক স্তম্ভ ধর্মস্তম্ভ নাকি!
কেন তবে হিংস্রের মুখ?
তুমি কি বোঝো কিছু উজবুক!
নীচে এ কোন সুদর্শন চক্র?
চক্রের শানে কে হবে টুকরো টুকরো?

মঞ্চে করেছো অনেক যুদ্ধ
খাপে ঢাকা তরবারি
গটআপ মৃত্যু, নকল ভূতলশায়ী।
পর্দা ফেলে গ্রীনরুমে
হেঁটে গেছো তাড়াতাড়ি।

এখন আসল মঞ্চে নামো।
নামাও অন্য থিয়েটার—
মুখোমুখি কসরত নৈপুণ্য
কৌশল দেখাও,
তোমাকেই আমরা মানবো স্টার।