অবতক খবর,৩১ জানুয়ারি: পশ্চিমবঙ্গে বিজ্ঞানচেতনা প্রসারে আজ এক সাইকেলর্্যালির শুভ সূচনা হয় কাঁচরাপাড়া ঈদগাহ ময়দান প্রবাহ সংলগ্ন মাঠ থেকে। এই সাইকেল র্্যালিতে অংশগ্রহণ করেন প্রায় ৪০ জন। এই রেলি চলবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিন এই অভিযানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান মঞ্চের সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান পরিষদ, বিজ্ঞান মঞ্চ উত্তর ২৪ পরগণা জেলার সভাপতি সৌরভ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন মিলন গাইন, চিন্ময় ভট্টাচার্য্য, অনিন্দিতা ভৌমিক, তাপস ভৌমিক।সোনালী নদীয়া জেলার নেতৃত্বে উপস্থিত ছিলেন বাসুদেব দাম। অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন ও কর্মকাণ্ড নিয়ে রচিত পাঁচালি সঙ্গীত পরিবেশিত হয়। আবৃত্তি পরিবেশন করুন সুতপা ভট্টাচার্য।বিদ্যাসাগরের বিজ্ঞান চর্চা বিষয়ক বক্তব্য রাখেন সোনালী মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন প্রদীপ মহাপাত্র ওকে সৌরভ চক্রবর্তী।
বিজ্ঞান প্রসারের মূল উদ্যোগ গ্রহণ করেন ঋষি বঙ্কিমচন্দ্র বিজ্ঞান কেন্দ্র,ঈশ্বর গুপ্ত বিজ্ঞান চক্র।