অবতক খবর,১২ এপ্রিলঃ মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় ১০ টি পরিবারের ঘরবাড়ি সহ সমস্ত কিছু। ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। সেই খবর পেয়ে বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করতে বাড়িতে পৌছালেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ,চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন ও দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দুলাল মন্ডল সহ তৃণমূলের নেতৃত্বরা।

ভস্মীভূত ঘরবাড়ি দেখে দুঃখ প্রকাশ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে সমস্ত রকম ভাবে সরকারি সাহায্য করার জন্য আশ্বাস দেন তিনি। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন কে কাছে পেয়ে অগ্নি নির্বাপক কেন্দ্রের দাবি তুলছেন গ্রামবাসীরা।