অবতক খবর,২২ এপ্রিল: আসানসোল লোকসভার উপ নির্বাচনের ফল ঘোষণা হয় গত 16 এপ্রিল যেখানে তৃণমূলের প্রার্থী শত্রুঘন সিনহা জয়লাভ করেন আর তারপরে তার বাড়িতে ধাওয়া করে তৃণমূলের কর্মী সমর্থকরা এমনই অভিযোগ করলেন পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার জাম গ্রামের বাসিন্দা তথা বিজেপি কর্মী পরেশ ধীবর ।

বিজেপি কর্মী পরেশ ধীবর বলেন নির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের কর্মীসমর্থকরা তার বাড়ি ভাঙচুর করে কোনক্রমে সে তার পরিবার নিয়ে প্রাণের ভয়ে পালিয়ে আসে । বর্তমানে সে কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর এলাকায় এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছে এবং বৃহস্পতিবার রাত্রে নিয়মতপুর সেন্ট্রাল বিজেপি কার্যালয় তার সমস্ত ঘটনা তুলে ধরেন বিজেপির রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্যের কাছে । এ বিষয়ে বিজেপি নেতা বিবেকানন্দ ভট্টাচার্য বলেন ঘটনার সম্বন্ধে বারাবনির বিজেপি নেতৃত্ব এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল কে জানিয়ে ছে যাতে তার পুনর্বাসন করা যায় বলে!