অবতক খবর,কলকাতা,অবতক খবর,২২ এপ্রিল,সুমিত: কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে শুক্রবার আদালতে পেশ করা হলেও শুনানি হল না। পরবর্তী শুনানি অর্থাৎ ৬ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই ফের কয়লা ও গরু পাচারের দুই মামলারই শুনানি হবে আদালতে।

উল্লেখ্য, কয়লা পাচারকাণ্ডের পাশাপাশি এবার গরু পাচারকাণ্ডেও অভিযুক্তর তালিকায় বিকাশের নাম উঠে এসেছে। গত ৮ এপ্রিল আসানসোল সিবিআই আদালতে হাজিরা দেওয়ার সময় কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশকে গ্রেফতার করা হয়েছিল।

প্রসঙ্গত, সেদিন বিচারক কয়লা পাচার কাণ্ডে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন।  সেই নির্দেশ অনুযায়ী আবারও ১৮ তারিখ গরু পাচার মামলায় বিকাশকে আদালতে নিয়ে এলে বিচারক ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অর্থাৎ ২২ এপ্রিল শুক্রবার বিকাশের কয়লা ও গরু পাচার মামলার শুনানি ছিল। কিন্তু আইনজীবীদের কর্মবিরতির কারণে তা পিছিয়ে আগামী ৬ মে করা হল বলে জানান বিকাশের আইনজীবী সোমনাথ চট্টরাজ।