অবতক খবর,১১ জুলাইঃ‌ ভোট গণনা শুরু হওয়ার আগেই ধুন্ধুমার পরিস্থিতি বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের গণনা কেন্দ্রে। সকাল থেকেই তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ আনছিল বিরোধীদল গুলি। অভিযোগ করছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বহিরাগতদের কে ভোট কেন্দ্রের মধ্যে ঢোকানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে কেন্দ্রীয় বাহিনী গণনা কেন্দ্রের ভেতর থেকে বের করে দেয়।

সে সময় বহিরাগতদের ওপর চড়াও হয় বিজেপি কর্মীরা। বতসাই জড়িয়ে পড়ে তৃণমূল ও বিরোধীদল দুই পক্ষ। শুরু হয় তুমুল গন্ডগোল বাঁশ দিয়ে একে অপরের উপর চড়াও হয়।

বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ তৃণমূল কংগ্রেস গণনায় কারচুপি করবার জন্য বহিরাগতদেরকে ভেতরে ঢুকিয়েছে।

পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দাবি এই ঘটনায় তাদের দুই কর্মীর মাথা ফেটে গেছে। আহত দুই তৃণমূল কর্মীকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।