অবতক খবর,২৪ এপ্রিল: ভোটের মুখে ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের ফাইভ-এ বিজয়নগর দিঘির পাড় এলাকার একটি পরিত্যক্ত শৌচালয়ের ভেতর থেকে বিপুল সংখ্যক বোমা উদ্ধার করলো ভাটপাড়া থানার পুলিশ। পরিত্যক্ত ওই শৌচালয়ে চারটে মাঝারি ড্রাম ও তিনটে প্ল্যাস্টিকের কন্টেনারে বোমাগুলো মজুত রাখা ছিল।

সোমবার বোমাগুলো দেখতে পান স্থানীয়রা। বিপুল সংখ্যক বোমা দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। স্থানীয় লোকজন মারফত বোমা মজুত রাখার খবর পান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ওইদিন সন্ধেতে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানান। মঙ্গলবার দুপুরে তিনি বোমার ছবি-সহ টুইট করেন। টুইটের পরেই নড়েচড়ে বসে প্রশাসন। কারা, কেন পরিত্যক্ত ওই শৌচালয়ে বোমা মজুত রেখেছিল, তা পুলিশ খতিয়ে দেখছে।খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিসি নর্থ গণেশ বিশ্বাস। তিনি উপস্থিত থেকে বোম ডিসপোজাল টিমের সদস্যদের নিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করেন।তিনি জানান এটি পরিত্যক্ত জায়গায় বেশ কিছু বোমা পাওয়া গেছে।কে বা কারা বোমাগুলো ওখানে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।