অবতক খবর ,অভিষেক দাস,মালদা:- আবার শুরু হয়েছে গঙ্গাঁর ভাঙণ। কালিয়াচক ৩নং ব্লকের চিনা বাজারের বালুগাঁও ভীমা গ্রামে ব্যাপক ভাঙ্গন। তলিয়ে গেল 80 টি বাড়ি। প্রায় চার ঘণ্টা ধরে চলতে থাকে ভাঙ্গন। প্রায় ১০০ টি বাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছেন গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে এলাকায় যাচ্ছেন মালদার জেলাশাসক,জেলার সভাধিপতি সহ আধিকারিকেরা।

 

গত এক মাসে পাঁচবার গঙ্গাঁ নদীরর ভাঙণ হয়েছে এই এলাকায়। চীনাবাজার,দূর্গারামনগর,মুন্নাটোলা সহ প্রায় ১১টি গ্রামের বাসিন্দা ভাঙণের কবলে পড়েছেন। দিশাহারা এলাকার বাসিন্দারা। কয়েকশ বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় ৩০০টির বেশী বাড়ি নদীগর্ভে। এলাকার বাসিন্দাদের অভিযোগ ভাঙণ প্রতিরোধের জন্য এখনও কোন কাজ করে নি কোন প্রশাসন। একই বক্তব্য রাজ্যসভার সংসদ মৌসম বেনজির নুরের। কোন কাজই করছে না ফরাক্কা ব্যরাজ। মালদা জেলার সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল জানান রাজ্য সরকার ভাঙণ দূর্গতদের পাশে রয়েছে। ত্রান এলাকায় ভাঙণ দূর্গতদের দেওয়া ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারকে বাবংবার ভাঙণের সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু তারা কোন কর্ণপাত করছে না।