অবতক খবর,৬ জুনঃ ন’জন মহিলাকে গ্রেফতার করলো উড়িষ্যা ভুবনেশ্বরের নয়াপল্লী থানা। জানা গেছে,ওই নজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। সূত্রের খবর, তবে তার মধ্যে একজন বীজপুর থানার অন্তর্গত ভুতবাগানের বাসিন্দা।

চাকরি সূত্রে উড়িষ্যায় রয়েছেন, এই ন’জন মহিলার পরিবার এমনই জানে। কিন্তু তাদের কাজ হল উড়িষ্যায় বিভিন্ন বড় বড় শপিংমলে চুরি করা। আর এই চুরির দায়েই তাদের আটক করেছে পুলিশ। জানা গেছে,তাদের একটি দল রয়েছে। তারা বিভিন্ন শপিং মল ঘুরে শাড়ির নিচে বিভিন্ন জিনিসপত্র লুকিয়ে চুরি করতো। বেশ কিছুদিন ধরেই এমন অভিযোগ আসছিল। কিন্তু পুলিশ কিছু তাদের ধরতে পারছিল না।

জামা কাপড় চিরুনি চা শ্যাম্পু ইত্যাদি ছোটখাটো জিনিস তারা চুরি করত। অবশেষে তাদের আটক করতে পেরেছে পুলিশ।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত মাসের ৩১ তারিখে ভুবনেশ্বরের রিলায়েন্স মার্টে তারা যান এবং কিছু জিনিসপত্র চুরি করেন। তা ধরা পড়ে যায় সিসিটিভি ক্যামেরায়। শপিংমল কর্তৃপক্ষ তাদের আটকে রেখে পুলিশে খবর দেন এবং নয়াপল্লী থানার পুলিশ এসে জেরা করতেই শাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে একের পর এক জিনিস পত্র।

তবে পশ্চিমবঙ্গের মহিলাদের ভিন রাজ্যে গিয়ে এহেন কর্মকান্ড সত্যিই লজ্জার। উপরন্তু তাদের মধ্যে একজন বীজপুরের বাসিন্দাও রয়েছেন।