এই সময় রাষ্ট্র ও সক্রেটিস
তমাল সাহা

১)
আমার সঙ্গে সক্রেটিসের কথা

সক্রেটিস বলেছিল,
কেউ যদি তোমাকে টাকা দেয় আর তুমি যদি না নাও তবে সেই টাকা কার?
আমি বলি,
কেন এত সোজা কথা, এ টাকা রইল সেই দাতার!

সক্রেটিস বলে,
কেউ তোমায় নিন্দেমন্দ করলে গায়ে মাখবে না
কেউ শালা বললে পাল্টা দেবে না উত্তর।
ওরা আমার বিরুদ্ধেও অভিযোগ এনেছিল চুপচাপ শুনে গেছি করিনি কোন প্রত্যুত্তর।

আমি বলেছি, আর কোন অভিযোগ আছে তোমাদের, অভিযোগ হয়ে গেছে কি শেষ?
তাহলে এবার আমি বলি অবশেষ!

শোনো বিচারকবৃন্দ!
আমি তোমাদের কোনো অভিযোগ মেনে নিলুম না,
তবে সেই অভিযোগগুলো রইলো কাদের?
জুরিরা পরস্পরের দিকে তাকালো।
তারপর সমস্বরে উঠলো বলে, কেন আমাদের!

২)
সক্রেটিসের শেষ কথা

শেষ কথা মৃত্যুর কথা
আমাকে বলেছিল সক্রেটিস।
বলেছিল, আমি জানতাম
ওরা আমাকে খুব ভালবাসে
নিশ্চিত হাতে তুলে দেবে হেমলক-পানীয় বিষ।

দ্যাখো,
বিষ আর সক্রেটিস কেমন অন্ত্যমিল!
পানপাত্রের তরলে জীবন করে ঝিলমিল।