অবতক খবর,১৩ আগস্ট,বহরমপুরঃ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী )মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে বহরমপুর রবীন্দ্র সদনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল এদিন । আলোচনার বিষয় ছিল “২৩ তম পার্টি কংগ্রেসে গৃহীত রাজনৈতিক- রণকৌশলগত লাইন ও সমসাময়িক পরিস্থিতি ।” প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। এছাড়া উপস্থিত ছিলেন পার্টির পলিট ব্যুরোর সদস্য রামচন্দ্র ডোম, রাজ্য নেতা বদরুদ্দোজা খান, জেলা সম্পাদক জমির মোল্লা, সচ্চিদানন্দ কান্ডারি, নৃপেন চৌধুরী সহ আরো অনেকে । অনুষ্ঠানের শুরুতে পঞ্চায়েত নির্বাচনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পঞ্চায়েত নির্বাচনে জয়ী পার্টির ১৪ জন গ্রাম পঞ্চায়েত প্রধানকে, দু ‘জন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও নির্বাচিত দু ‘জন জেলা পরিষদ সদস্যকে পার্টির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। প্রকাশিত হয় ‘মুর্শিদাবাদ বার্তা’র প্রাক্তন সম্পাদক সুধীন সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে ‘সুধীন সেন জন্ম শতবর্ষ স্মারক সংখ্যা। সভার শেষে মোঃ সেলিম নবগ্রামে খানার লকআপে খুন মৃত গোবিন্দ ঘোষের সিঙ্গার গ্রামের বাড়িতে যান। সেখান থেকে তিনি লালগোলার ময়া অঞ্চলে খুন হওয়া কমরেড রৌশন আলীর স্মরণ সভায় যোগদান করেন।