অবতক খবর,সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৯মে:: শুক্রবার পারতাপুরের শিবির থেকে যাওয়ার সময় লাদাখের রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে একটি সেনা ট্রাক। রাস্তা থেকে শিয়ক নদীতে পড়ে যায় ওই ট্রাকটি। তার জেরে সাত জওয়ান মারা গিয়েছেন। সেই তালিকায় রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বারবেটিয়া এলাকার যুবক বাপ্পাদিত্য খুটিয়া। তাঁর মৃত্যুর খবর শুক্রবার মাঝরাতে জানতে পেরেছেন তাঁর পরিবারের সদস্যরা। মাস খানেক আগে খড়গপুরের বাড়িতে ফিরেছিলেন বাপ্পাদিত্য।

বাড়িতে জানিয়েছিলেন, এ বার তাঁরা প্রশিক্ষণ শেষে যাবেন সিয়াচেনে। সেই মতো রওনাও দিয়েছিলেন তাঁরা। কিন্তু পথে দুর্ঘটনায় প্রাণ দিতে হল তাঁদের। বাপ্পাদিত্যর বাবা সুকুমার খুটিয়া বললেন, “মাস খানেক আগে ও বাড়িতে এসেছিল। তখন বলেছিল, ‘এ বার সিয়াচেন যেতে হবে’। ওরা প্রশিক্ষণ শেষ করে সিয়াচেন যাচ্ছিল। বাড়িতে বাবা, মা ছাড়াও স্ত্রী এবং ১১ মাসের একটি কন্যাসন্তানও রয়েছে তাঁর।রবিবার বিকেলে কফিনবন্দি হয়ে রাজ্যে ফিরলেন লাদাখে পথ দুর্ঘটনায় মৃত বাঙালি জওয়ান বাপ্পাদিত্য খুটিয়া। খড়গপুরের বাড়িতে হবে শহীদের শেষকৃত্য।