অবতক খবর,২৯ ডিসেম্বরঃ বেশ কয়েক মাস ধরেই মোবাইল ফোন চুরির ঘটনা ঘটছিলো গোটা ভাটপাড়া অঞ্চল জুড়ে। একাধিক অভিযোগ পেয়ে রীতিমতো নড়ে চড়ে বসে ভাটপাড়া থানার পুলিশ। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার বিষয়ে নজর দেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ পুলিশ আধিকারিকরা। গোপনে তল্লাশি চালিয়ে মোবাইল চোরদের নাগাল পেতে তৎপর হয় পুলিশ। বিগত আট মাস ধরে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সচেষ্ট হয় ভাটপাড়ার পুলিশ। আজ বিকেলে থানায় আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের এডিসিপি। সেখানে তার সামনেই ১৭ জনের হাতে তাদের চুরি যাওয়া মোবাইল ফোন তুলে দেন থানার আইসি অনুপম মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। হারিয়ে যাওয়া মোবাইল ফোন পেয়ে খুশি সাধারণ মানুষ। মোবাইল চোরেদের হাত থেকে মোবাইল নিয়ে ফিরিয়ে দেওয়ার এই কাজকে ভাটপাড়া থানার বড়সড় সাফল্য বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।