অবতক খবর,২৯ ডিসেম্বরঃ ব্যারাকপুর বনদপ্তরের রেঞ্জ অফিসের গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অবিলুপ্তের পথে পাখি যা বাড়িতে পোষা বেআইনি উদ্ধার করল আজ সকালে বনদপ্তর এর ব্যারাকপুর রেঞ্জ অফিসের পক্ষ থেকে রেঞ্জ অফিসার শুভাশিস হালদারের নেতৃত্বে এগারো জনের প্রতিনিধি দল বের হয় গোপন সূত্রে খবর ছিল নৈহাটির বিজয়নগর বিবি এল রোড প্রসাদনগর হালিশহর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিভিন্ন বাড়ির থেকে প্রায় হিল ময়না একটি চন্দনা টিয়া পাখি একটি এবং টিয়া পাখি ১০ টি এছাড়াও একটি কাঠবিড়ালি তারা বিভিন্ন বাড়ির থেকে এই পাখিগুলোকে প্রাণীগুলোকে উদ্ধার করে নিয়ে আসে বিকেল চারটে নাগাদ ব্যারাকপুর বনদপ্তর এর রেঞ্জ অফিসে এবং বনদপ্তরের পক্ষ থেকে ওই অঞ্চলে মানুষের মধ্যে সচেতনতা ঘটাতে প্রচার পত্র তারা বিলি করে। এই সমস্ত পাখি বাড়িতে পোশাক এবং বিক্রি করা দুটোই বেআইনি যারা এই ধরনের কাজ করে তাদের যদি বনদপ্তর আটক করে তাতে বনদপ্তর এর আইন অনুযায়ী তিন থেকে পাঁচ বছর জেল এবং নগদ জরিমানাও হতে পারে বনদপ্তর এর পক্ষ থেকে যেখানে বারবার প্রচার চালাচ্ছে মানুষের মধ্যে প্রাকৃতিক পরিবেশ এবং সমাজ যা আজ ভারসাম্য হারিয়ে ফেলছে এই সমস্ত পশুপাখি এবং প্রাণীদেরকে রক্ষা করা সামাজিক দায়বদ্ধতা আছে মানুষের সমাজের প্রতি মানুষের দায়বদ্ধতা আছে সেই প্রচার যখন বারবার বন দপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে কিছু সংখ্যক সমাজের মানুষ সেই প্রচারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাড়িতে পুষছে বিভিন্ন ধরনের পাখি পশু যা বেআইনি এবং বিক্রিও করছে কিছু অসাধু ব্যবসায়ী লুকিয়ে চুরিয়ে তা আজ সমাজের পক্ষে ক্ষতিকর হয়ে উঠছে সেটা তারা ভাবছে না। ব্যারাকপুর বনদপ্তর রেঞ্জ অফিসের কর্মীদের বড় একটা সাফল্য তারা পেল এই ধরনের পাখিদেরকে উদ্ধার করে এনে।