অবতক খবর,১১ মে: ব্য়ান্ডেল জংশন থেকে মগরা স্টেশন পর্যন্ত থার্ড লাইনের কাজ চলবে। সেই কারণে ১৩ মে থেকে ২৬ মে পর্যন্ত বাতিল হচ্ছে বেশ কিছু ট্রেন। পূর্ব রেলের তরফে জারি করা হয়েছে বিবৃতি। দিনে চার ঘণ্টা ধরে বন্ধ থাকবে ট্রেন চলাচল। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন। এই কারণে একাধিক লোকাল ট্রেন,ডেমু,মেমু বাতিল করা হচ্ছে। ব্যান্ডেল ও মগরা স্টেশনের মাঝে থার্ড লাইনের কাজ চলবে।

হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-শক্তিগড় ডবল লাইনের মধ্যে পড়ে এটি। এই কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে এবং ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। ১৩মে থেকে ২৬মে পর্যন্ত সকাল ১১টা থেকে দুপুর ২টো বা দুপুর তিনটে পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। ৬৮টি লোকাল ইএমইউ, ১২টি মেল ট্রেন ও এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে এই ১৪ দিন।