অবতক খবর,১১ মে: পঞ্চায়েতের আর্থিক দুর্নীতি ও ওপেন টেন্ডার করার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি নদীয়ার চাপড়া ব্লকের আলফা গ্রাম পঞ্চায়েতের। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে দুর্নীতির চলছে।পঞ্চায়েত প্রধান পরশমনি বিশ্বাস সাধারণ মানুষকে ঠিকমতো পরিষেবা দেন না। তাকে পঞ্চায়েতের কোন কাজে পাওয়া যায় না বলে অভিযোগ।

বুধবার ওই অঞ্চলের ভূমি সংস্কার দপ্তর এর কর্মদক্ষ খোরশেদ আলম শেখের নেতৃত্বে শাসক দলের কর্মী-সমর্থকরা পঞ্চায়েতের সমস্ত সরকারি কর্মচারীদের বের করে দেয় এবং পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাপড়া থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বারের দাবি আলফা গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি এবং ওপেন টেন্ডার করার অভিযোগে তারা তালা লাগিয়ে দিয়েছেন।কারণ দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতে দুর্নীতি চলছে, তারই প্রতিবাদে আজ তারা এই পঞ্চায়েতে তালা লাগিয়ে দিয়েছেন।