অবতক খবর,১৩ আগস্ট: ইংরেজি ১১.৮.২১ তারিখে কাকদ্বীপ থানার অন্তর্গত বিশালাক্ষীপুর গ্রামের সাগর রানা নামে ১০ বছর বয়সী একটি দরিদ্র শিশুর ব্রেন টিউমার রোগ সংক্রান্ত একটি খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।

শিশুটির বাবা সুব্রত রানা একজন নির্মাণ শ্রমিক।
এই খবরের ভিত্তিতে সুন্দরবন জেলার পুলিশ সুপার শ্রী ভাস্কর মুখার্জি শিশুটির সুচিকিৎসার জন্য রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান পাওয়ার জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করেন এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার জনমুখী কাজের অনুপ্রেরণায় পুলিশ সুপার ও তার সহকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন।
৭০ হাজার টাকা সংগৃহীত হয়।
ইংরেজি ১৩.৮.২১ তারিখ মাননীয় পুলিশ সুপারের নির্দেশে কাকদ্বীপের মহকুমা পুলিশ আধিকারিক শ্রী অনিল কুমার রায় ও কাকদ্বীপ থানার আই সি শ্রী শিবু ঘোষ শিশুটির বাড়িতে গিয়ে তার বাবা মায়ের হাতে উক্ত ৭০০০০ টাকা তুলে দেন। আজ ইংরেজি ১৪.৮.২১ তারিখ শিশুটিকে নিয়ে তার পরিবার বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন।

পুলিশ সুপার শ্রী ভাস্কর মুখার্জি শিশুটির দ্রুত আরোগ্য কামনা করেন এবং বলেন,একটি দরিদ্র পরিবারের পাশে দাড়াতে পেরে আমরা গর্বিত।