অবতক খবর,৭ জুলাইঃ রাত পোহালেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার আগে আজ নির্বাচন প্রক্রিয়ার জন্য সব রকম প্রস্তুতি নেওয়ার কাজ শুরু হয়ে গেলো। আজ ব্যারাকপুর ব্লক ওয়ানের অন্তর্গত মাখনলাল স্কুল থেকে ভোট কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কাজ হলো। সেখান থেকেই মূলত ব্যালাট বক্স ও ভোট প্রক্রিয়ার সাথে যুক্ত যাবতীয় জিনিস সরবরাহ করা হলো।

গোটা প্রক্রিয়ার জন্য স্কুল চত্বরে ছিলো আটোসাটো নিরাপত্তা। তবে সব কিছুর মধ্যেই ভোট গ্রহণে অংশগ্রহণকারী কর্মীদের মুখে শোনা গেলো নিরাপত্তা নিয়ে খানিক দুশ্চিন্তার কথা। কেউ কেউ বললেন, বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার বিষয়ে এখনো কোনো সুনিশ্চিত তথ্য নেই। তাই একটু আতঙ্ক কাজ করছে। তবে আর এক ভোট কর্মী বলেন, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব না হলেও রাজ্য পুলিশ তো আছে।সব কাজ নির্বিঘ্নেই মিটবে।