অবতক খবর,২৩ মে: গতকাল ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি একটু টুইট করে জানিয়েছেন, আগামী চার জুন ভোট গণনা কেন্দ্রে একাধিক এমএলএ এবং মিউনিসিপালিটি চেয়ারম্যানরা সেখানে উপস্থিত হন এবং তাদের সাথে একাধিক বহিরাগতর উপস্থিত হয়। যাতে নির্বাচন কমিশন সেটা বেশি করে নজর দেয়।

কারণ ভোট গণনা কেন্দ্রে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেই কারণে এই টুইট তাছাড়াও ভোট গণনা কেন্দ্রে যারা খাওয়ার নিয়ে আসে তারাও বহিরাগত। যাতে গণনা কেন্দ্রের ভেতরে কোনরকম গণনার এজেন্ট ছাড়া বহিরাগতরা প্রবেশ না করে এবং অর্জুন সিং এর সূত্র মারফত খবর প্রচুর পরিমাণে ভুয়ো ইলেকশন কাউন্টিং কার্ড বানানো হচ্ছে। তিনি বলছেন রাজ্য পুলিশের উপর ভরসা নেই প্যারামেলিটেরিরায যাতে বেশি করে নজর দেয়।

যদিও এই সমস্ত ব্যাপার উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক থেকে চেয়ারম্যানরা।