অবতক খবর,২৩ মে: কল্যাণী মানে পুজোর ভিড়,

কল্যাণী মানে ITI পুজোর থিম দেখার উৎসাহ।

আর এই উৎসাহ কে প্রতিবার নতুন রূপে গড়ে তোলেন ITI -এর
প্ৰত্যেক টি ক্লাব কর্তা।

প্ৰত্যেক বার নতুন করে সাজিয়ে তুলে মানুষের মুখে হাসি ফোটায় যারা,এ বছর ২০২৪-এর পুজোয়
তাঁদের ভাবনা চিন্তা কতো টা মানুষ-এর নজর কারবে?

সে বিষয়ে বিস্তারিত জানালেন ITI ক্লাব কর্ণধার,
তিনি বলেন “প্রত্যেক বারের মতোই এবারেও জন জোয়ার হবে মানুষের ভিড়ের। তবে আমারা মানুষের পছন্দ অনুযায়ী সব রকম চেষ্টা করেছি আর আমার তাতে সফলতাও অর্জন করেছি এবারও তাই হবে।
এবারে আমার টায়ার থেকে একটু বেরিয়ে এসে অন্য কিছু ভাবনা চিন্তা করেছি,
তাই এবার আমাদের পুজো থিম
ব্যাংককের অরুন মন্দির।
বললেন, লুমিনাস ক্লাব কর্তা।