অবতক খবর,১ জুন: কাঁচরাপাড়ার ব্যবসায়ীদের জন্য সুখবর। আজ সকালে কাঁচরাপাড়া পৌরসভার সকল ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ‌ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রশাসক সুদামা রায়, ইও তাপস মন্ডল এবং কাঁচরাপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। আজকের এই আলোচনা সভা আয়োজন করা হয় মূলত ব্যবসায়ীদের দোকান খোলার সময়সীমা নিয়ে। বিগত বেশ কিছুদিন যাবত সপ্তাহে ৩ দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়ম ছিল। কিন্তু আজ আলোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয় যে, তিনদিনের বদলে আজ থেকে ৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সমস্ত দোকান খোলা থাকবে। ৮ জুনের পর ফের কি করা হবে সে নিয়ে পড়ে বৈঠক হবে। এই বিষয়ে ১ নং ব্যবসায়ী সমিতির সম্পাদক কানু মজুমদার বলেন, এই খবরে স্বভাবতই খুশি ব্যবসায়ী মহল। কারণ সপ্তাহে তিন দিন বিভিন্ন দোকান খোলা রাখায় অসুবিধা হচ্ছিল। কারণ মানুষ এই তিনদিন অত্যন্ত ভিড় জমাচ্ছিলেন। সেই সিদ্ধান্ত বদলে প্রতিদিন দোকান খোলার সিদ্ধান্ত নেওয়ায় বিশেষত গ্রাহকদের সুবিধা হয়েছে। প্রতিদিন দোকান খোলা থাকায় গ্রাহকরা নিজেদের সময়মতো দোকান থেকে জিনিসপত্র ক্রয় করবেন, ফলে ভীড় অনেকটাই এড়ানো যাবে।