এইদেশ এতো খিদের জ্বালা! এতো পরিযায়ী মজুর? ৭৩ বছরের স্বাধীন রাষ্ট্রের নায়করা ভাবলো না, রাজনৈতিক নেতারা ভাবলো না?

আমরা কি মানুষ?
তমাল সাহা

যে পরিযায়ী শ্রমিক
পায়ে হাঁটে শত শত মাইল,
ফিরতে চায় স্বদেশ ভূমে
তুমি কি ভাবো তার কথা?

যে পরিযায়ী শ্রমিক
সাইকেলে হাজার হাজার
মাইল পেরোয়,
মুখ তার বাস্তুভিটের দিকে
তুমি কি জানো তার ব্যথা?

যে পরিযায়ী শ্রমিক
হাঁটতে হাঁটতে খিদের জ্বালায়,
খেয়ে চলে পচা কুকুরের মাংস
তুমি কি সে দেশের মঙ্গল চাও,
না ধ্বংস?

যে পরিযায়ী শ্রমিকটি হাঁটে
শুকনো মুখ,
কিসের আকুতি তার দুচোখে
সমস্ত সংসার তার মাথায় ও কাঁধে
তুমি কি জানো, সে কিভাবে কাঁদে!

স্টেশনে পড়ে আছে মা
শিশুটি বোঝে না জীবিত না মৃত
ডেকে যায়, ওঠো! ওঠো মা!
আমরা কি মানুষ?
আমাদের কিভাবে করা যায় ক্ষমা?