নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    বাঁকুড়ার সঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমানের যোগাযোগ রেখেছে এই দামোদর ভ্যালি কর্পোরেশন নির্মিত মেজিয়া রেল সেতু। বিগত কয়েক বছর ধরেই সেই সেতুর দিনের পর দিন বেহাল অবস্থা হয়ে পড়েছে।\

সেতুর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গভীর গর্তের। সেতুর ঢালাই অংশের রড ও বেরিয়ে পড়েছে। আর সেই বেরিয়ে থাকা রড বাইকের চাকায় লেগে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। এছাড়াও বিভিন্ন বড় গাড়ি চালকরাও পড়ছেন নানান সমস্যায়। অভিযোগ করা সত্ত্বেও এই সেতু মেরামতির কাজে এগিয়ে আসেনি দামোদর ভ্যালি কর্পোরেশন। অবশেষে দামোদর ভ্যালি কর্পোরেশন সেতু মেরামতির উদ্যোগের বিষয়ে আশ্বাস দিয়েছে।

মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনের চিফ ইঞ্জিনিয়ার তথা প্রকল্প প্রধান নিখিল কুমার চৌধুরী জানান, এই সেতু পাকাপোক্তভাবে মেরামতির হলে আগামী দিনে দুর্ঘটনা এই সেতুতে অনেকটাই কমবে।