অবতক খবর,১৮ আগস্ট: কাঁচরাপাড়া ১ নং ওয়ার্ডের ইন্ডিয়ান গার্লস হাই স্কুলের পাশে মন্দির নির্মাণের পরিবর্তে যে দোকান নির্মাণের বেআইনি কাজ চলছিল তা আমাদের অবতক পোর্টালে প্রকাশিত হওয়ার পরই ঘটনাস্থলে যান ১ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ঝুম্পা সিংহ অধিকারী। সেই মুহূর্তেই তিনি ওই বেআইনি নির্মাণের কাজ বন্ধ করে দেন।

এর পাশাপাশি তিনি এও বলেন যে, সেখানে যে মন্দির ছিল সেই মন্দিরই সেখানে পুনরায় গড়ে উঠবে। আর যেমন কথা তেমন কাজ। গতকালই সেখানে মন্দির নির্মাণের পূর্বে ভিত পুজো করা হয়।

ঝুম্পা সিংহ অধিকারী বলেন, “স্থানীয় মানুষের সহযোগিতায় আমি এখানে পুনরায় মন্দির তৈরি করতে চলেছি। এতে এখানকার ব্যবসায়ীরা অত্যন্ত খুশি। যে বেআইনি দোকান নির্মাণ হচ্ছিল,সেটি এখন আর হবেনা। মন্দিরের জায়গায় মন্দিরই থাকবে।

কারণ যে মন্দিরটি ছিল সেটি অনেক পুরনো মন্দির, মানুষ সেখানে পূজার্চনা করতেন। বিধ্বংসী আমফান ঝড়ের প্রকোপে মন্দিরটি ভেঙে যায়। কিন্তু দায়িত্ব নিয়ে সে মন্দির পুনরায় স্থাপন করার জন্য কেউই এগিয়ে আসেনি। সুতরাং এই মন্দির তৈরিতে আমি এগিয়ে এসেছি এবং আমি তদারকি করে দ্রুত এই মন্দির পুনরায় স্থাপন করব।”