অবতক খবর,১৮ আগস্ট: ১৭ই আগস্ট ডিওয়াইএফআই (DYFI) হালিশহর লোকাল কমিটির ৫,৬ ও ৭ নং ইউনিটের যৌথ উদ্যোগে এই প্রথম হালিশহরে ভ্রাম্যমাণ যানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট ৫০জন ছাত্র যুব স্বেচ্ছায় রক্তদান করেন। এই শিবির উদ্বোধন করেন ৫ নং ইউনিটের সভাপতি প্রশান্ত দাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান ডঃ রবীন্দ্রনাথ মুখার্জী।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগণা জেলা নেতৃত্ব কেউর ভট্টাচার্য্য। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যখন এই করোনার আবহে দেশের সরকার সব বেঁচে দিয়ে মন্দির-মসজিদ নিয়ে যুব সমাজকে মাতিয়ে রাখতে চায়,অন্যদিকে রাজ্যের শাসকদল ও যুবদের প্রধান দাবী কাজ চাই।

এর থেকে যুবসমাজকে রক্তপাতের খেলায় পরিচালিত করার চেষ্টা প্রতিনিয়ত করে চলেছে। সেই সময় ডিওয়াইএফআই-এর মত যুব সংগঠন বেছে নিয়েছে সমাজ সেবার ব্রত। তারই অঙ্গ হিসেবে এই রক্তদান কর্মসূচী। শিবিরে অংশগ্রহণকারী সকলকে তারা সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।