অবতক খবর,১৯ এপ্রিলঃ “অনুপম দত্তের পর এবার আপনার নম্বর”কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় এমনি হুমকির মুখে পড়তে হল তৃণমূল মহিলা কাউন্সিলরকে। অভিযোগ কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া ৪ নম্বর রেলগেটের পাশে একটি বাড়ি নির্মাণ হচ্ছিল, সেই নির্মানে কাউন্সিলর গিয়ে বাধা দেওয়ায় তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। অভিযোগের তীর কামারহাটির আনিসুর রহমান ওরফে গুড্ডুর বিরুদ্ধে, এমনটাই অভিযোগ পৌরমাতা নির্মলা রাইয়ের। আরো অভিযোগ ফোন করে হুমকি দেওয়া হয় ওয়ার্ডে ঢুকতে গেলে তার কথা শুনতে হবে নইলে যেভাবে পানিহাটি পুরসভার কাউন্সিলর অনুপম দত্ত চলে গেল এরপর আপনার নম্বর। আরো অভিযোগ ওয়ার্ডে থাকতে হলে গুড্ডুকে টাকা দিতে হবে। পৌরমাতা বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ জানায়। অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

এই প্রসঙ্গে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা জানান এরকম অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নেব।

বিষয়টি সম্পর্কে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি রাজ্য যুব মোর্চার সদস্য জয় সাহা জানান নিজেদের বিরুদ্ধে নিজেরাই অভিযোগ করছে বে-আইনি নির্মাণ করবে আর কাউন্সিলরকে টাকা দেবে না এটা কখনো হয় এটাই হলো তোলামূল সরকার।