অবতক খবর,১৯ এপ্রিল,নববারাকপুর: বাড়ছে তাপপ্রবাহ ।চলছে সতকর্তা ।গ্রীষ্মের প্রখর দাবদাহ উপেক্ষা করে সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তাঘাট ড্রেনে নর্দমায় পরিষ্কার পরিচ্ছন্নতা করে সমাজকে ভালো রাখতে এগিয়ে চলেছেন সাফাইকর্মী, ঝাড়ুদার এমনকি ভোরের বাঁশিওয়ালারা। এদের কথা কেউ ভাবেন না।

সমাজে এরা অনেকটাই উপেক্ষিত। নববারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডের পুরমাতা শোভা রায় নিজ উদ্যোগে ওয়ার্ডের সাফাইকর্মী ঝাড়ুদার এবং ভোরের বাঁশি ওয়ালাদের হাতে এক কেজির গ্লুকোনডি প্যাকেট তুলে দিলেন ১৯ এপ্রিল বুধবার দুপুরে নিজ বাসভবনে।

প্রত্যোককের হাতে গ্লুকোনডি, মাথায় টুপি এবং বিস্কিট প্যাকেট দিয়ে সন্মানিত করেন পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায়।শিক্ষিকা শোভা রায় বলেন গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে রক্ষা পেতে সমাজে বঞ্চিত ৮নং ওয়ার্ডের ১২ জন সাফাইকর্মী ঝাড়ুদার এবং ভোরের বাঁশি ওয়ালাদের শরীর সুস্বাস্থ্য কামনায় গ্লুকোনডি প্যাকেট তুলে দেওয়া হয় এদিন।সকাল থেকে এরা হাড়ভাঙা পরিশ্রম করে সমাজকে সুন্দর ভালো রাখছে প্রতিদিন। পাশাপাশি নিজ হাতে শক্তি বর্ধক শীতল পানীয় গ্লুকোনডি ও তুলে দেন শিক্ষিকা শোভা রায় ।

ওয়ার্ডের কাউন্সিলর এর এহেন মানবিক উদ্যোগ খুশি ও আনন্দিত সাফাইকর্মী থেকে ঝাড়ুদাররা।