অবতক খবর,৭ সেপ্টেম্বরঃ চিটফান্ড মামলায় সুবোধ অধিকারীকে ফের তলব করল সিবিআই। বুধবারই তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও মঙ্গলবারের মতো বুধবারও বিধায়ক তাঁর আইনজীবীদের পাঠান সিবিআই দফতরে। সিবিআইয়ের কাছে আবার সময় চেয়ে আবেদন করেন তাঁরা।

সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সুবোধের আইনজীবী প্রসেনজিৎ নাগ এবং আইনজীবী প্রদীপ কর বলেন, ‘‘আমরা তো ১৫ দিন সময় চেয়েছি। তা ছাড়া ওঁরা তল্লাশি চালিয়েও কিছু পাননি। এখন ১৫ বছর পুরনো কাগজ চাওয়া হচ্ছে। সেটা সময়সাপেক্ষ ব্যাপার! কিন্তু সেই সময়টা তো দিতে হবে।’’

তাঁদেরও অভিযোগ, সুবোধ তাঁর হাজিরার নোটিস হাতে নিতে চাইলেও সেটা তাঁর বাড়ির দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়।