অবতক খবর,১ ফেব্রুয়ারি: করোনার বাড়বাড়ন্তের জেরে ব্যারাকপুর মহকুমায় একটি প্রশাসনিক বৈঠকে স্থির হয় যে, প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার সম্পূর্ণ লকডাউন থাকবে। গতকালই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী করোনার বিধিনিষেধে কিছু ছাড় দিয়েছেন। আর এর পরেই ব্যারাকপুর মহকুমা অঞ্চলে সপ্তাহে দু’দিনের এই লকডাউন উঠে গেল।

তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে কড়া বিধি নিষেধ।

অর্থাৎ দোকানপাট খোলার নিয়ম আগের মতই থাকছে।
এ প্রসঙ্গে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী জানান, সপ্তাহে দু’দিনের যে লকডাউন সেটি উঠে গেলেও মানুষকে সতর্ক থাকতে হবে। মাস্ক-স্যানিটাইজার এবং শারিরীক দূরত্ব বজায় রাখতে হবে প্রত্যেককে। মাথায় রাখতে হবে সকলকে ভিড় এড়িয়ে চলতে হবে, অর্থাৎ দোকান-বাজারে গিয়ে ভিড় বাড়ানো চলবে না। সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখা প্রত্যেক নাগরিকের একান্ত কর্তব্য।